লেখক: Md. Monirul Islam(Royal)
ভাষা মানব জাতির বেহেস্তি উপহার। জাতির পরিচয়। জাতির সূচক। গর্বের ধন। সবার কাছে নিজেকে তুলে ধরার অনন্য বাহন। যে জাতি যত উন্নত তার ভাষা তত সমৃদ্ধ। ইসলামের স্বর্ণযুগ যেমন সপ্তম শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত আরবী ছিল আন্তর্জাতিক ভাষা। আজকে যেমন ইংরেজি। ভাষা চর্চার মধ্য দিয়ে জাতির অগ্রগতির সোপান রচিত হয়। আমাদের মাতৃভাষা বাংলারও সমৃদ্ধ ঐতিহ্য ও ইতিহাস রয়েছে। চর্যাপদের সময় থেকে বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বাংলা আজ অন্যতম বিশ্ব ভাষা। এর পেছনে বহু মেধাবী, জ্ঞানী ও গুণী মানুষের অবদান যেমন আছে তেমনি আছে মায়ের ভাষার প্রতি সব মানুষের ভালোবাসা। যে ভালোবাসার টানে বুকের তাজা রক্ত রাজ পথে ঢেলে দিয়েছে এদেশের টগবগে যুবকরা। প্রতিটি ভাষার যেমন নিজস্ব গ্রামার রয়েছে তেমনি সব ভাষারই রয়েছে আবার অভিন্ন রীতিনীতি। আমেরিকার দার্শনিক নমচমস্কির কথায় যাকে বলা হয় ইউনিভার্সাল গ্রামার। মনের ভাব অন্যের কাছে লিখিত আকারে প্রকাশের জন্য কিছু নিয়ম আছে। যাকে আমরা গ্রামার বলি। ভাষা যেমন বহুতা নদী আর আমরা যারা এ ভাষা ব্যবহার করি তারা এর নৌকার মাঝি। নদী যেমন এঁকে বেঁকে চলে মাঝিকেও সময় বুঝে পাল ঘাটাতে হয়। দিক পরিবর্তন করতে হয়।
মোঃ মনিরুল ইসলাম(রয়েল)-এর “An Exclusive English Grammar” (সবার জন্য English Grammar) বইটি ইংরেজি ভাষা শিক্ষা ও ভাষা ব্যবহারের ক্ষেত্রে সময় উপযোগী একটা উদ্যোগ। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষার্থী এবং অন্য সকলের জন্য বিশ্বস্ত বন্ধু হিসাবে বইটি কাজে আসবে বলে আমি দৃঢ় আশাবাদী। এ মহান উদ্যোগের জন্য আমি তরুণ লেখক মোঃ মনিরুল ইসলাম (রয়েল) কে সাধুবাদ জানাই।
ড. এম. এ. সোবহান
সভাপতি, বীজবিস্তার ফাউন্ডেশন।
Reviews
There are no reviews yet.