লেখক: সুপ্রিয়া বিশ্বাস
মা কফি বানাতে গেলে মৌ নিজের ঘরে ঢুকে ব্যাগ থেকে ঘড়িটা বের করলো।বেশ সুন্দর।সে মনে মনে ভাবলো, যেদিনই হোক ভালবাসায় রাঙানো এই ঘড়িটা নিজের হাতে একদিন তুহিনের হাতে পরিয়ে দেবে সে।সে দিনের অপেক্ষায় আবারও উদাস হয়ে কিছুক্ষণ ঘড়িটা নাড়াচাড়া করলো সে।তারপর ঘড়িটা খুব যত্ন করে আলমারীতে রাখলো সে। মা কফির কাপ মৌয়ের হাতে দিয়ে নিজেও এককাপ কফি নিয়ে টিভির সামনে বসলেন। মায়ের হাতের বানানো এককাপ কফি নিয়ে ও ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো।আজ পূর্ণিমার রাত ।গোলাকার চাঁদ উঠেছে আকাশে ।কিন্তু অল্প মেঘও আছে।চাঁদটা কখনো মেঘের আড়ালে ঢাকা পড়ছে আবার মেঘ কখনো চাঁদের আড়ালে।মৌ আনমনে চাঁদের এই লুকোচুরি খেলা দেখতে দেখতে আবার আগামীতে কিভাবে দেখা হবে এই স্বপ্নে বিভোর হয়ে রইলো।” লুকোচুরি/সুপ্রিয়া বিশ্বাস।
Reviews
There are no reviews yet.