লেখক: এম কে জাকির হাসান
সেই আড়াই হাজার বছর আগে যেমন, এখনো ঠিক তেমনই আমাদের গভীরতম আনন্দ ও বেদনার উচ্চারণ, ক্রোধ ও দ্রোহের আগুন সবার আগে শোনা যায় কবির কণ্ঠে। মানবাত্নার সকল নিভৃত ও অনুচ্চারিত বাসনাকে ভাষা দেন কবি। তিনি নিজের কথাই বলেন, কিন্তু সে কথার অনুরণন শোনা যায় আমাদের চৈতন্যে। কবি যখন বলেন, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা,’ আমরা জানি না কোন প্রিয়তমার উদ্দেশ্যে সে নিবেদন। অথচ কি প্রবল অনায়াসে সে নিবেদনে ভাষা খুঁজে পাই আমরা সকলে। ভালোবাসার রকমফের কাব্যগ্রন্থটি সহজ ভাষা আর ভাবনার নিজস্ব জগত উম্মোচিত হয়েছে। নির্মল ভোরের মতো প্রতিটি কবিতা। দুপুরের রৌদ্র দুগ্ধ প্রান্তর খোলা জানালায় দাঁড়িয়ে দেখার মতো।
Reviews
There are no reviews yet.