লেখক: নুরজাহান বেগম শিল্পী
ভ্রমনপিয়াসু লেখক নূরজাহান বেগম শিল্পী দেশের বিভিন্ন স্থান দর্শন সহ পার্শ্ববর্তী দেশ ভ্রমন করেছেন। লেখক এই বিশ্বভ্রম্বাণ্ডের স্রষ্টা, নেতৃত্ব ও সুনাগরিকের গুনাবলি, দেশ, নিপীড়িত মানষ বিশেষ করে নারী ও শিশুর অধিকার নিয়ে, প্রকৃতি, পাহাড়, বৃষ্টি, মেঘ, চাঁদ ও রাতের বৈচিত্র্যময় আয়োজন ঘটান তাঁর লেখায়। এছাড়াও ভিতর থেকে ক্ষয়ে যাওয়া বিপন্ন নর নারীর অব্যক্ত কথাগুলো অনাড়ম্বর করে চিত্রিত করেন। সত্য বা চিরন্তন কোনো কিছুর সাথে থাকতে হলে সেটাকে যে ভালোবেসে থাকতে হবে এটাই “ফল ইন লাভ” কাব্যের মূল উপজীব্য। বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন তথ্য সমৃদ্ধ তাঁর লেখায় ফুটে উঠে ইতিবাচক পরিবর্তনের কথা।
Reviews
There are no reviews yet.