লেখক: জীতেন্দ্র জ্যোতি
যাপিত জীবনে মানুষকে অনেকসময় দুর্যোগময় বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হলেও জীবন থেমে থাকে না কখনোই। সকল প্রকার বাঁধা-বিঘ্ন, ঘাত-প্রতিঘাতকে পদদলিত করে জীবন প্রবাহিত হয় তার নিজস্ব গতিতেই। এজন্যই মহা দুর্যোগময় পরিবেশেও মানুষ কভু আশাহত হয় না। জীবন চলার পথে যতই অমানিশার ঘোর অন্ধকার নেমে আসুক তবুও মানুষের পথ চলা থেমে থাকে না; নির্ঝঞ্ঝাট সুন্দর জীবনের প্রত্যাশায় তবুও স্বপ্ন দেখে মানুষের মন। কবির ভাষায়- পিনপতন নীরবতায় আচ্ছাদিত জীবন, কোলাহলের লেশমাত্র নেই অবশিষ্ট! পাখিদের কূজন, ভ্রমরের গুঞ্জন গেছে থেমে; নিকষকালো আঁধার এসেছে নেমে!
……………………… ……………………… পূর্ণিমার শশী? সে তো সুদূর পরাহত! অরুণ-আলোয় উদ্ভাসিত স্বর্ণালি সকাল নিয়েছে বিদায়, নানা ঘাত-প্রতিঘাতে হয়ে ক্ষত-বিক্ষত! তবুও থেমে থাকে না জীবন, ভালো কিছুর প্রত্যাশায় তবুও স্বপ্ন দেখে মন।
Reviews
There are no reviews yet.