লেখক: আব্দুল্লাহ আর রাফি
আমি মহাকালের সেই বিবর্তন, অনিয়ম যার অভ্যাসে বাস করে, নিষ্পত্তি অযোগ্য যেকোন রোগ যার প্রিয় অসুখ। আমি এ কালের সেই অযোগ্য পুরুষ। _ “যন্ত্রণা এক্সপ্রেস” (অংশ) আহ্ এতদিনের প্রেম আমাদের এত বছরেও পোড়েনি আমার ঠোঁট, আজ পুড়ে গেলো কেন? হয়তো সিগারেট টা অন্যমনস্ক ছিলো। আচ্ছা ঠোঁট জুগল তো সঁপেছিলাম তোমার তরেও আজ হঠাৎ ফিরিয়ে দিলে কেন? ঠোঁটের কি পাপ ছিলো বলো? মেঘ তুমি ভিজিয়ে দিলেও আপত্তি ছিলো না তো। _ “ঠোঁটের পাপ” তুমি কি খুব ব্যস্ত? ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে থাকা মানুষ, তার চেয়েও কি তোমার সময় অল্প? _ “প্রশ্নবিদ্ধ সময়” এছাড়াও আপনার প্রশ্নবিদ্ধ অস্তিত্বকে সহজ করে তোলার মতো এবং আপনার প্রেমদ্রোহে সংঘটিত ভুল গুলো ফুল হিসাবে চিহ্নিত করে দিবে, এমন সব কবিতা দিয়ে সাজানো হয়েছে “কবিতার চোখে মেঘ”। বইটি পড়তে অর্ডার করুন।
Reviews
There are no reviews yet.