প্রকাশকের কথা:

মেধা ও মননশীলতা বিকাশে বদ্ধপরিকর-এর সন্ধানে আত্মপ্রকাশ করে প্রকাশনা সংস্থা রয়েল পাবলিকেশন।

২০১৫ সালে বাংলাদেশের প্রকাশনা জগতে আবির্ভাব ঘটে রয়েল পাবলিকেশনের। দেশের খ্যাতনামা প্রথিতযশা ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক, সাংবাদিক, শিক্ষাবিদ, তরুণ লেখক এবং সাহিত্যিকের বই এখান থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। সৃষ্টির শুরু থেকে সৃজনশীল বই প্রকাশ করে আসছে। বাংলা এবং ইংরেজী উভয় ভাষাতেই বই প্রকাশ করে রয়েল পাবলিকেশন ।


আমাদের গল্প:
মাত্র কয়েক বছর আগেও আমাদের দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন সৃজনশীল প্রকাশনা প্রায় ছিল না বললেই চলে। মুদ্রণ ও বিপণন দুই ক্ষেত্রেই উন্নতির এক বিশাল সম্ভাবনা তখনও ছিল। আমাদের এই বিশ্বাস ও প্রকাশনা জগতে আমাদের অভিজ্ঞতা এই দুটি বিষয় আমাদের অনুপ্রাণিত করেছে।

রয়েল পাবলিকেশন প্রতিষ্ঠার পর থেকেই প্রকাশনার উৎকর্ষ সাধনে আমাদের নিরন্তর প্রচেষ্টা, আধুনিক বিপণন ব্যবস্থা এবং প্রকাশক-লেখক পেশাদার সম্পর্কের মাধ্যমে দেশের সুশীল সমাজের কাছে 'রয়েল পাবলিকেশন' এখন একটি মর্যাদাপূর্ণ প্রকাশনা প্রতিষ্ঠান। পাশাপাশি অনেক তরুণ কিন্তু প্রতিভাবান লেখকের বইও প্রকাশিত হয়েছে এই প্রকাশনা থেকে। এছাড়া ইংরেজী ভাষায় বিভিন্ন ধরনের প্রকাশনা রয়েছে।

ভাল মানের বই প্রকাশ করা আমাদের প্রতিশ্রুতি যা সারা দেশে প্রশংসা কুড়িয়েছে।

গ্রাহক সন্তুষ্টি:

গ্রাহকদের নিয়েই আমাদের প্রকাশনা সংস্থা। আমরা চাই আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি। তারই লক্ষ্যে আমরা কাজ করে যাই। আমাদের কাছে মুনাফা কম হলেও, গ্রাহকের সন্তুষ্টি বেশি গুরুত্বপূর্ণ ।


ই প্রকাশ সম্পর্কে:

রয়েল পাবলিকেশন সব সময়ই চেষ্টা করে সৃজনশীল বই প্রকাশ করতে, এবং নতুন লেখকদের মান সম্মত বই লিখতে ও প্রকাশ করতে অনুপ্রেরণা যোগায়। এজন্য প্রথমে পাণ্ডুলিপি জমা দিতে হয়, পাণ্ডুলিপি নির্বাচিত হওয়ার পর লেখক ও প্রকাশকের মধ্যে চুক্তি হয়।

প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা:

মো. মনিরুল ইসলাম(রয়েল)
প্রকাশক,
রয়েল পাবলিকেশন।