লেখক: খায়রুননেসা রিমি
এই সময়ের জনপ্রিয় লেখিকা খায়রুননেসা রিমির ‘ক্ষয়ে যাওয়া প্রেম’ গল্পগ্রন্থটি সমসাময়িক সময়ে ঘটে যাওয়া বেশ কিছু বাস্তব ঘটনা নিয়ে রচিত। কিছু প্রেম থাকে যা ক্ষয়ে যায়,ভেঙ্গে যায় তারপরেও মনের মধ্যে স্মৃতি হয়ে দীর্ঘ সময় বিরাজ করে। বিচিত্র স্বাদের বেশ কিছু মজার গল্প আছে বইটিতে যা পাঠক হৃদয় তুমুলভাবে নাড়া দিয়ে যাবে। প্রেমের মিলন ঘটলেই প্রেমের সমাপ্তি ঘটে।মিল না হয়ে যে প্রেম ভেঙ্গে যায়, ক্ষয়ে যায় তারপরেও প্রেমিক হৃদয়ে আমৃত্যু জায়গা করে নিয়ে কারণে অকারণে তাকেই খোঁজে, তাকে পাবে না জেনেও তাকেই ভালোবাসে এটাই হলো সত্যিকারের প্রেম। যে প্রেমে কোনো কিছু প্রাপ্তির আশা থাকে সেটা আসলে প্রেম নয় মোহ। এই বইয়ের বেশ কিছু লেখায় নায়ক নায়িকর মিল হয়নি। নায়িকা মারা যাওয়ার পরে নায়ক নায়িকার স্মৃতিচারণ করে তার প্রিয় কষ্ট নদীর তীরে বসে নায়িকার জন্য দিনের পর দিন অপেক্ষা করে। নায়িকাকে ভালোবেসে কষ্ট নদীর তীরে নায়িকার কবরের পাশে কাটিয়ে দেয় বাকিটা জীবন। সম্পর্কের স্মৃতিগুলোকে বহন করে স্মৃতির জাবর কেটে একাকী জীবন কাটিয়ে দেয় প্রাক্তনের জন্য। ‘ক্ষয়ে যাওয়া প্রেম গল্পে’ বকুল অয়নকে ভালোবাসার পরেও তাদের মিলন হয়নি। তাই বলে তাদের ভালোবাসা কমে যায়নি। এখনও একে অপরকে ভালোবাসে। এইরকম বেশ কিছু চমৎকার গল্প নিয়েই বইটি রচিত হয়েছে। আছে টান টান রোমান্টিকতায় ভরপুর কিছু ছোটো গল্প। বইটি একবার পড়লে বার বার পড়তে ইচ্ছে করবে।
Reviews
There are no reviews yet.