
প্রকাশকের কথা:
মেধা ও মননশীলতা বিকাশে বদ্ধপরিকর -এর সন্ধানে আত্মপ্রকাশ করে বাংলাদেশের প্রথম শ্রেণির প্রকাশনা সংস্থা রয়েল পাবলিকেশন।
২০০৫ সালে বাংলাদেশের প্রথিতযশা লেখক মো. মনিরুল ইসলাম(রয়েল) এর হাত ধরে প্রকাশনা জগতে আবির্ভাব ঘটে রয়েল পাবলিকেশন। দেশের খ্যাতনামা প্রথিতযশা ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক, সাংবাদিক, শিক্ষাবিদ, তরুণ- প্রবীণ লেখক এবং সাহিত্যিকের বই এখান থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। সৃষ্টির শুরু থেকে সৃজনশীল বই প্রকাশ করে আসছে। বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই বই প্রকাশ করে রয়েল পাবলিকেশন।
আমাদের গল্প:
মাত্র কয়েক বছর আগেও বাংলাদেশের প্রকাশনা শিল্পে কিছু সীমাবদ্ধতা ছিল, তবে বর্তমানে এতে বেশ উন্নতি হয়েছে। এক সময় আন্তর্জাতিক মানের সৃজনশীল প্রকাশনা ছিল না বললেই চলে, কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। বিশেষ করে, মুদ্রণ ও বিপণন উভয় ক্ষেত্রেই উন্নতির বিশাল সম্ভাবনা রয়েছে।
আমাদের যাত্রাপথের কিছু কথা:
★ আমরা অসংখ্য লেখকের প্রথম বই প্রকাশের গৌরব অর্জন করেছি।
★ আমাদের প্রকাশনায় নবীন ও তরুণ লেখকদের বইয়ের সংখ্যা ৮০%–এরও বেশি।
★ মেধাবী লেখকদের জনপ্রিয় করে তুলতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে থাকি।
★ আমরা সৃজনশীল সাহিত্য ছাড়াও একাডেমিক বিষয়ের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বই প্রকাশ করেছি।
★ সাহিত্যের বইয়ের পাশাপাশি আমরা সমাজ, সংস্কৃতি, শিক্ষা ও চিন্তাশীল বিষয়ের বইও প্রকাশ করে আসছি।
_________
বাংলাদেশের প্রচলিত প্রকাশনা জগতের বইয়ের তালিকার সঙ্গে আমাদের বইয়ের তালিকা মিলিয়ে দেখলেই এই ভিন্নতা ও বৈশিষ্ট্য সহজেই স্পষ্ট হয়ে ওঠে।
__________
আমাদের পথচলা:
★ আমাদের যাত্রা ছিল স্রোতের বিপরীতে— দুর্গম এ পথ , তবুও স্বপ্নবাহী এ পথে যাত্রা ।
★ এই পথচলা ছিল অপেশাদার, অরাজনৈতিক ও আনন্দময়।
★ আমরা সব সময় আমাদের নিজস্ব ধারা বজায় রেখেছি—কারও অনুকরণ নয়, বরং নিজেদের চিন্তা ও চেতনায় পথচলা।
★ আমরাই প্রতিবছর বইমেলা শেষে লেখকদের ‘সেরা পাণ্ডুলিপি পুরস্কার’ ও ‘বেস্টসেলার অ্যাওয়ার্ড’-এ সম্মানিত করি।
★ ‘সেরা পাণ্ডুলিপি পুরস্কার’ আমাদের প্রকাশনার অন্যতম স্বাতন্ত্র্যসূচক আয়োজন, যা রয়েল সম্পাদনা পর্ষদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকে।
★ আমরা আমাদের পথচলায় কোনো প্রতিষ্ঠানকে অনুকরণ করি না; আমরা নিজস্বতা ও স্বকীয়তা নিয়েই এগিয়ে চলি।
আমাদের প্রাপ্তি:
_________
★ স্রোতের বিপরীত যাত্রায় আমাদের মূল প্রাপ্তি—আমরা সকলের ভালোবাসায় টিকে আছি, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি।
★ আজ আমরা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বইমেলাতেও অংশ নিচ্ছি, সম্মান কুড়াচ্ছি আমাদের গুণগত মান ও স্বাতন্ত্র্যের ধারাবাহিকতায়।
★ আমাদের মূল সম্পদ— আকাশছোঁয়া স্বপ্ন।
★ সাহিত্যের আঙিনায় রয়েল পাবলিকেশন উপহার দিয়েছে অসংখ্য গুণী লেখক ও সৃজনশীল কাজ।
আমাদের ভবিষ্যৎ লক্ষ্য:
আমাদের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে ঠিকই, কিন্তু আমরা এখানে থেমে যেতে চাই না। কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে আমরা এগিয়ে যেতে চাই আরও দূরে, আরও উঁচুতে—আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে।
যাঁরা আমাদের এই পথচলায় সাহস জুগিয়েছেন, পরামর্শ দিয়েছেন, ভালোবেসেছেন—তাঁদের প্রতি আমাদের অন্তরের গভীর কৃতজ্ঞতা।